Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন ৪.০: সমস্ত জোনে Amazon, Flipkart এর ব্যবসায় অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রকের


চতুর্থ দফার লকডাউন জারি হয়েছে আগামী ৩১ মে পর্যন্ত। এই লকডাউনে যেমন নাইট কারফিউ জারি করা হয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করাও হয়েছে। কন্টেইনমেন্ট এলাকা বাদে সমস্ত জায়গায় অর্থনৈতিক শিথিলতা দেওয়া হয়েছে। এবার ই-কমার্স সংস্থা Flipkart, Amazon প্রভৃতি সংস্থার ব্যবসার ক্ষেত্রে পুরো ছাড় দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

দেশে লকডাউন জারি হওয়ার সাথে সাথে এইসমস্ত ই-কমার্স সংস্থার মাধ্যমে পণ্য আদানপ্রদানে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু চতুর্থ দফার লকডাউনে সেই বিধিনিষেধ আর থাকলো না। এবার গ্রীন ও অরেঞ্জ জোনের সাথে সাথে রেড জোনেও অত্যাবশ্যকীয় পণ্য সহ অন্যান্য জিনিসপত্রের অর্ডার নিতে পারবে Flipkart, Amazon, Snapdeal এর মতো সংস্থাগুলি।

স্বরাষ্ট্রমন্ত্রক অনুমতি দিলেও রেড ও কন্টেইনমেন্ট এলাকায় পণ্য সরবরাহে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

Ad Code