চতুর্থ দফার লক ডাউন ১৮ই মে থেকে আরম্ভ হচ্ছে। ইতিমধ্যে বিমান ও রেল চলাচলের দিকে তাকিয়ে আছে হাজার হাজার মানুষ। বিভিন্ন রকম সময় তারিখ ঘুরে বেরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেটাকে গুজব বলে উড়িয়ে দিল এয়ার ইন্ডিয়া। গুজব উড়িয়ে পরিষেবা চালুর বিষয়ে এবার বিজ্ঞপ্তি দিল এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সরকারের নির্দেশিকা অনুসারে পরবর্তী পরিষেবা চালু করা হবে। রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ”এয়ার ইন্ডিয়ার বুকিং আপাতত বন্ধ আছে। কেন্দ্রীয় সরকার পরবর্তী নির্দেশিকা দেওয়ার পর ফের চালু করা হবে। একটি আভ্যন্তরীন ইমেল হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছে। যেটা দেখে অনেকেই ভুল বুঝছেন।” প্রকৃত সময় জানার জন্য এয়ার ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেলে চোখ রাখতে বলা হয়েছে সংস্থার তরফে।
#FlyAI : Clarification regarding news on the resumption of Domestic Flights by Air India. pic.twitter.com/sNjhKxRjUI
— Air India (@airindiain) May 17, 2020
Social Plugin