করোনা সংক্রমণের জেরে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে বন্ধ যেমন দোকান পাঠ, বাস, রেল তেমনি বিমানও। যদিও, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে চলছে ট্রেন। বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে চলছে বিমান। আগামী ১৮ই মে থেকে নতুন নিয়মে আরম্ভ হতে চলেছে চতুর্থ দফার লক ডাউন। তার আগেই আভাস মিলছে খুব শীঘ্রই চালু হতে পারে আন্তঃবিমান পরিষেবা। সূত্রের খবর, সম্ভবত এমাস থেকে বড় শহর বা বিমানবন্দরগুলিতে বিমান চালানোর ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। এর মাঝেই Airports Authority of India বিমান পরিষেবা আরম্ভ হলেও বেশ কিছু বিধি- নিষেধ প্রকাশ করেছে। 

Airports Authority of India -যে গাইডলাইন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে- 
  • বিমান যাত্রার ক্ষেত্রে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। 
  • অবশ্যই মাস্ক, গ্লোভস পড়তে হবে। 
  • সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। 
  • প্রিন্ট-আউট বোর্ডিং কার্ড থাকতে হবে। 
  • হ্যান্ড ওয়াস করতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।