আজ সকালে গরুমারা জঙ্গল লাগোয়া ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদীর ধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ লকডাউন উপেক্ষা করে নদীর ধারে ভিড় জমান।

স্থানীয়রা জানান, এদিন ভোরে স্থানীয় বাসিন্দা চৈতি ওরাওঁ জলঢাকা নদীর ধারে গিয়েছিলেন। সেখানেই গেলে হাতির হানার মুখে পড়েন তিনি। তাঁর বাড়ি রামশাই বাজারে। এদিন ভোরে হাতিটি গরুমারা থেকে বেরিয়ে রামশাই বাজার সংলগ্ন এলাকায় চলে এসেছিল।

বনদপ্তরের রামশাই মোবাইল স্কোয়াড ভোর থেকেই হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠাবার চেষ্টা শুরু করে। সেসময় নদীর ধারে যান চৈতি ওরাওঁ। আচমকা হাতির সামনে পড়ে যাওয়ার দরুণ পালতে সক্ষম হননি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এরপর কিছুটা দূরে জলের তোড়ে ভেসে আসে তার দেহ।

সোশ্যাল ফরেস্ট লাগোয়া জলঢাকার চড়ে তাঁর দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল স্কোয়াডের রেঞ্জার বিশ্বজ্যোতি দে বলেন, নিয়ম অনুযায়ী সমস্ত কিছু খতিয়ে দেখে ক্ষতিপূরণ দেওয়া যাবে কিনা তা দেখা হচ্ছে।



সংবাদদাতা :- রাহুল আলম, আমগুড়ি, ময়নাগুড়ি