Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করল তৃণমূল ছাত্র পরিষদ


করোনার দাপটে চলছে লক ডাউন। এরই মাঝে গতকাল থেকে রাজ্যে হানা দিয়েছে ঘূর্ণিঝড়। যার আঁচ পড়েছে উত্তরবঙ্গেও। এই মুহূর্তে সমাজের একটা বিরাট অংশ বেশ কষ্টে দিন অতিবাহিত করছে। এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন। এবার, সেই মানবিক মুখ দেখা গেল ময়নাগুড়ির তৃণমূল ছাত্র পরিষদ। 
তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি অভিজিৎ সিনহার নির্দেশে ও উপস্থিতিতে এবং ময়নাগুড়ি ১ নং ব্লক সভাপতি ডালিম রায় সহযোগিতায় আজ দোমহনী অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলেন।  

এদিন, উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ১নং তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারি সভাপতি সৌম‍্যদীপ গোপ ও তৃনমুল ছাত্র পরিষদের সমস্ত সদস্য। 



সংবাদদাতা :- রাহুল আলম, আমগুড়ি, ময়নাগুড়ি

Ad Code