Train Schedule for migrant workers of West Bengal stranded in other states.
লকডাউনে বিভিন্ন স্থানে আটকা পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র পাওয়ার পর, ভারতীয় রেল “শ্রমিক স্পেশাল” ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়।
পি আই বি সূত্রে জানা গেছে- ১৩ই মে পর্যন্ত সারা দেশে বিভিন্ন রাজ্য থেকে মোট ৬৪২টি "শ্রমিক স্পেশাল" ট্রেন চলানো হয়েছে। ইতিমধ্যে প্রায় ৭.৯০ লক্ষ যাত্রীকে তাদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে উভয় রাজ্যের সম্মতির ভিত্তিতেই রেল এই ট্রেন পরিষেবা প্রদান করেছে।
এই ৬৪২টি ট্রেনের মধ্যে অন্ধ্র প্রদেশের জন্য ৩, বিহারের ১৬৯টি, ছত্তিসগড়ের ৬ ,হিমাচল প্রদেশের জন্য ১টি, জম্মু ও কাশ্মীরের ৩, ঝাড়খণ্ডের জন্য ৪০টি, কর্ণাটকের ১, মধ্য প্রদেশের জন্য ৫৩, মহারাষ্ট্রে ৩,মণিপুরের জন্য ১, মিজোরামে ১, ওড়িশার জন্য ৩৮টি, রাজস্থানে ৮, তামিলনাড়ুর ১, তেলেঙ্গানার ১ ত্রিপুরার ১, উত্তরপ্রদেশের ৩০১টি, উত্তরাখণ্ডের ৪টি এবং পশ্চিমবঙ্গের জন্য ৭টি ট্রেন চালানো হয়।
ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে টুইট করে এই কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Towards our commitment to helping all our people stuck in different parts of the country and who want to return back to Bengal, I am pleased to announce that we have arranged 105 additional special trains. (1/2)— Mamata Banerjee (@MamataOfficial) May 14, 2020
আগামী 16 মে থেকে বেশ কিছু ট্রেন রাজ্যের শ্রমিকদের অন্যান্য রাজ্য থেকে ফিরিয়ে আনার জন্য চলবে । আসুন দেখে নেওয়া যাক কবে কোন ট্রেন কোন স্টেশন থেকে রাজ্যের কোথায় কোথায় আসছে-
Social Plugin