একদিকে করোনা অন্যদিকে আম্ফানের দাপটে বাংলা বিধবস্ত। এর মাঝেও যেন পিছু ছাড়ছে না প্রকৃতির খেলা। আরও এক বিপদ আসছে ধেয়ে। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগর ও তত্সংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা আরো কিছুটা অগ্রসর হয়ে বর্তমানে কেরলা খুব কাছেই অবস্থান করছে। এই সিস্টেমের প্রভাবে ওই অঞ্চলে ঘন্টায় ৫০, ৬০ এবং ৭০কিমি বেগে ঝড়ো হাওয়ার সাথে ভারি থেকে অতিভারি বর্ষন এর সম্ভাবনা দেখা যাচ্ছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় বর্তমানে বজ্রমেঘ কোষ তৈরি হচ্ছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। আগামী ৩-৬ ঘণ্টার মধ্যে আরও বজ্রমেঘ তৈরি হতে পারে পাশাপাশি ২৪-৪৮ ঘন্টায় আরো নতুন নতুন প্রাক মৌসুমী বজ্রমেঘ তৈরি হবে। এই কারণে সামগ্রিক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ও দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে। 

ঝড়়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড ও বাংলাদেশের বেশ কিছু জায়গায়তেও। মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান নদীয়া হুগলি ২৪ পরগণা ঝাড়গ্রাম কলকাতা সহ বেশ কিছু জায়গায় ২৪-৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা যশোর বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা মংলা ঢাকা সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজ।

Regional Meteorological Centre Kolkata
India Meteorological Department, Ministry Of Earth Sciences
Government Of India

Thunderstorm with lightning warning.

Thunderstorm with lightning, gusty wind 30-40 kmph and light to moderate rain likely to continue some parts of North 24 Pargana district of West Bengal during next 1-2 hrs from 1910 hrs IST ,today 30th May, 2020.

Thunderstorm and lightning with gusty wind warning.

Thunderstorm with lightning, gusty wind 30-40 kmph with light to moderate rain likely to affect some parts of North Kolkata  district of West Bengal during next 1-2 hrs from 1900 hrs IST , Today 30th May, 2020.

Thunderstorm with lightning, gusty wind

Thunderstorm with lightning, gusty wind 30-40 kmph and light to moderate rain likely to affect some parts of Malda and South Dinajpur districts of West Bengal during next 2-3 hrs from 1830 hrs IST , Today 30th May, 2020.

Warning for Thunderstorm with lightning and gusty wind

Thunderstorm with lightning, gusty wind 30-40 kmph and light to moderate rain likely to affect some parts of Hoogly district of West Bengal during next 2-3 hrs from 1815 hrs IST , Today 30th May, 2020.

Warning for Thunderstorm with lightning, gusty wind and rain.

TThunderstorm with lightning, gusty wind 30-40 kmph with light to moderate rain likely to continue some parts of Nadia district of West Bengal during next 2-3 hrs from 1745 hrs IST , Today 30th May, 2020.
                                                                                                                                 

Thunderstorm with lightning, gusty wind and rain.

Thunderstorm with lightning, gusty wind 30-40 kmph with light to moderate rain likely affect some parts of Murshidabad district of West Bengal during next 2-3 hrs from 1710 hrs IST , Today 30th May, 2020. 


source: ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল