বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হল বুড়িরহাটে, স্থানীয় শিক্ষক আব্দুল মান্নান সরকার তার বাড়ির পাশের জলাশয়ে গতকাল আহত অবস্থায় উদ্ধার করেন পেঁচাটিকে l
পেঁচাটির ডানা ও পায়ে আঘাত ছিল, আব্দুল মান্নান সাহেব পেঁচাটিকে বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করেন l তাঁর প্রাথমিক চিকিৎসায় পেঁচাটি সারা দেয় ও ডানা ঝাপটাতে থাকে, পায়ে ও ডানায় গুরুতর আঘাত থাকায় প্রথমে উড়তে পাচ্ছিলো না l
উদ্ধারকারী শিক্ষক জানান কয়েক দিন ধরে ঝড় বৃষ্টির চলছে এই ঝড়ের পেঁচাটি আঘাত পেয়েছে বলে মনে হচ্ছে, পেঁচাটিকে জল ও খাবার দেওয়া হয়েছে পেঁচাটি সেরে উঠেছে l
Social Plugin