কোভিড-১৯ সংক্রমণের জেরে একে একে স্থগিত হয়ে গেছে ক্রীড়াজগতের বিভিন্ন টুর্ণামেন্ট। কোনোটি বাতিল করা হয়েছে বা কোনোটি পিছিয়ে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার সেই একই পথে হেঁটে স্থগিত করে দেওয়া হল ৩৬ তম জাতীয় গেমস। যা আগামী অক্টোবর-নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্প্রতি গোয়া কর্তৃপক্ষের কাছে করোনা পরিস্থিতিতে জাতীয় গেমস আয়োজনের ব্যাপারে জানতে চায় সর্বভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)। উত্তরোত্তর বেড়ে চলা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই কোনোরকম ঝুঁকি নিতে চায়নি গোয়া কর্তৃপক্ষ। এবিষয়ে সর্বভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট নরেন্দর বাত্রা জানিয়েছেন, 'বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে গোয়া কর্তৃপক্ষ এবারের মতো জাতীয় গেমসকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বরের বৈঠকে গেমস নিয়ে পরবর্তীতে কী করা যায় না যায়, তা ঠিক করা হবে।'