আজ ১৩ই মে। ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মদিবস। ফখরুদ্দিন আলী আহমদ ১৯০৫ সালের ১৩ মে ভারতের পুরানো দিল্লির হাউজ কাজী এলাকায় জন্মগ্রহণ করেছিলেন।
এদিন,ফখরুদ্দিন আলী আহমদের জন্মদিনে রাষ্ট্রপতি ভবনে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ছবিতে মাল্যদেন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
১৯৭৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি হওয়ার জন্য আহমেদকে নির্বাচিত করেছিলেন এবং ১৯৭৪ সালের ২০ আগস্ট তিনি ভারতের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি নির্বাচিত হন।তিনি ১৯২৫ সালে ইংলন্ডে জওহরলাল নেহেরুর সাথে সাক্ষাত করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ।President Kovind paid floral tributes to Shri Fakhruddin Ali Ahmed, former President of India, on his birth anniversary at Rashtrapati Bhavan. pic.twitter.com/66NCTF8ae6— President of India (@rashtrapatibhvn) May 13, 2020
Social Plugin