Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঈদের সামগ্রী বিতরণ করলো নস্যশেখ উন্নয়ন পরিষদ


দিনের পর দিন অব্যাহত লক ডাউন, অপরদিকে করোনা সংক্রমণের সংখ্যাও বাড়ছে দিন দিন। এমন পরিস্থিতিতে সমাজের দুঃস্থ- অসহায় মানুষের দুবেলা দুমুঠো খাবার জোগাতে ব্যর্থ। এর মাঝেই ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান বিদায় নিয়ে ঈদ- উল- ফিতর। ঈদের খুশি সবাই সবার মধ্যে ভাগ করে নেওয়াই ইসলামের রীতি। কিন্তু, লক ডাউনে জমায়েত এড়াতে হবে, তাই মাঠে গিয়ে নামাজ না পড়তে পারলেও খুশি থাকবে ঘরে ঘরে। অসহায় গরীব দুঃস্থদের সাথে ঈদের খুশি ভাগ করে নিল নস্যসেখ উন্নয়ন পরিষদ। 

নস্যসেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের অসহায় গরীব দুঃস্থদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হল।করোনা ভাইরাস এর সংক্রমণ দিনে দিনে বেড়ে যাওয়া এবং লকডাউনের ফলে ছোট ছোট গরীব ব্যবসায়ী এবং দিন আনা দিন খাওয়া মানুষগুলো সম্পূর্ণরূপে অসহায় হয়ে পরেছে। তার ফলে ঈদ পালনের জন্য সামান্য বাজার টুকু করার সামর্থ্য অনেকেরই নেই। এই অবস্থায় নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে গরীব দুঃস্থ মানুষদের বাড়িতে খুশির ঈদ পালনের সামান্য উপকরণসমূহ যেমন সেমাই, চিনি, দুধএবং অন্যান্য মশলাপাতি সমূহ নিয়ে একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়।

নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক বলেন যে "এত অনাড়ম্বর ঈদ এর আগে কখনো হয়নি।তাই সবাই মিলে ঈদের খুশিকে ভাগ করে নেবার জন্য এই আমাদের ক্ষুদ্র প্রয়াস।" 

জেলা কমিটির সম্পাদক এডভোকেট আহসান উল আলম সরকার বলেন "মানুষের এই দূর্দিনে তাদের পাশে সামান্য এই ঈদ উপহার টুকু নিয়েও দাঁড়াতে পেরে নিঃসন্দেহে ভালো লাগছে ।"

Ad Code