ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। পবিত্র রমজান শেষ হতে চলেছে রবিবার। রমজানের মাসের শেষে পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু, সারা দেশে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ঈদ উৎসব বাড়িতে করার অনুরোধ করেছেন সরকার ও বিভিন্ন ইসলাম সংগঠন।

শনিবার, দিল্লি জামা মসজিদের শাহি ইমাম ঘোষণা করলেন, আগামী ২৫ মে পালিত হবে ইদ উল ফিতর। তিনি বলেছেন, আজও চাঁদ দেখা যায়নি, তাই ইদ পালিত হবে ২৫ মে। পাশাপাশি, তিনি অনুরোধ করেন, এবারের ঈদ লক ডাউনের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই যেন পালিত হয়। এবারে ইদে কোলাকুলি, করমর্দন একেবারেই মানা। সরকারি নির্দেশিকা মেনে চলার নির্দেশও তিনি দিয়েছেন।