আম্ফানের কবলে বিপর্যস্ত দক্ষিনবঙ্গ। দুদিন পেরিয়ে গেলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারা যায়নি। ধীরে ধীরে ক্ষোভও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তা যথেষ্ট বুঝতে পারছে নবান্ন। তাই এই পরিস্থিতিতে সেনার সাহায্য চেয়েছিল নবান্ন। সেই ডাকে সাড়া দিয়ে মহানগরের রাজপথে নামল পাঁচ কোম্পানি সেনা। 

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী সাইক্লোন আম্ফানের পরবর্তী সময়ে কলকাতা সিটি সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য পাঁচ কোম্পানি সরবরাহ করেছে। 

টালিগঞ্জ, বালিগুঞ্জ, রাজারহাট / নিউ টাউন, ডায়মন্ড হারবার, বেহালা - রাজ্য সরকারের অনুরোধে সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে। রাস্তা ও গাছ সড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য মোতায়েন করা হয়েছে।