করোনার থাবায় ভারতে চলছে চতুর্থ দফার লক ডাউন, যার মেয়াদ আগামী ৩১শে মে পর্যন্ত। লক ডাউনের জেরেই অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ। কর্মহীন মানুষ দুবেলা দুমুঠো খাবার জোটাতেও ব্যর্থ হয়ে পড়ছে। চারিদিকে যেন খাদ্য সংকট দেখা দিয়েছে। তাঁদের পাশে প্রথম থেকেই দাঁড়িয়ে আসছেন দিনহাটা ডাক্তারবাবু অজয় মণ্ডল। প্রতিনিয়ত জনতার কাছে ছুটে চলছেন তিনি। দিনহাটার বুকে দুঃস্থ অসহায় মানুষদের এক মাত্র ত্রাতা হয়ে উঠেছেন তিনি। 

এদিন, দিনহাটার ৯ নং ওয়ার্ডের যৌনপল্লীতে বসবাসকারী ১২০ টি পরিবারকে সাহায্যের হাত বাড়ালেন তিনি। লক ডাউনের জেরে কর্মহীন হয়ে বেশ অসহায় হয়ে পড়েছেন তারা। ডা: অজয় মন্ডলের টিমের তরফ থেকে এদিন সামাজিক দুরত্ব বজায় রেখে চাল , ডাল , আলু , তেল , সোয়াবিন , মুড়ি ও ডিম দেওয়া হয়। স্বাস্থ্য বিধি মেনে প্রতিদিনের মতো এদিনের কর্মসূচীও সম্পন্ন করেন তাঁরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রতন সাহা, রনদীপ বোস , চয়ন চন্দ , ওয়ার্ড কাউন্সিলার বিশ্বজিৎ সাহা প্রমুখ।

এদিন ডাক্তারবাবু টিমের সকলকে এই কাজে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহকেও ধন্যবাদ জানান এই কাজে উতসাহ দেওয়ার জন্য।