করোনার জেরে চলছে লক ডাউন। লক ডাউনের ফলে ভিন রাজ্যে থাকা শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যগ নিয়েছে কেন্দ্র থেকে রাজ্য। ব্যবস্থা করা হয়েছে ট্রেন কিংবা বাসের। তারপরেও, দিশা কুল না পেয়ে অনেকেই পায়ে হেঁটে ঘরের উদ্দ্যেশে রওনা দিয়েছে বহু পরিযায়ী শ্রমিক। অনেকেই ট্র্যাক কিংবা গাড়িতে। আর একের পর এক ঘটছে দুর্ঘটনা। কেউবা প্রান হারাচ্ছেন কেউবা গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।
উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ পরিযায়ী শ্রমিকের। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা এলাকায়। ট্র্রাকে করে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ফিরছিলেন। ট্রাকটি উল্টে গিয়ে এই বিপত্তি বলেই জানা গেছে।
5 migrant workers killed in a road accident near Banda (Sagar district) today, after the truck they were traveling in, overturned. They were going from Maharashtra to Uttar Pradesh: ASP Praveen Bhuria #MadhyaPradesh
— ANI (@ANI) May 16, 2020
Social Plugin