সুরশ্রী রায় চৌধুরীঃ গোটা বিশ্ব এখন করোনা ভয়ে জুজু। পৃথিবীর প্রায় ১৯৪ টি দেশ করণায় আক্রন্ত। আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লক্ষ ৪৭ হাজার । এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৭৪ হাজার মানুষের। কিন্তু এমন ১৮ টি দেশ আছে যারা নিজেদের করোনা থেকে বাঁচিয়ে রেখেছে।

উত্তর কোরিয়া এমনই একটি দেশ। চীনের কাছে হওয়া সত্ত্বেও এখনো অবদি নিজেদের বাঁচিয়ে রাখতে পেরেছে। এই দেশের শাসন ব্যাবস্থা স্বৈরতান্ত্রিক হওয়ায় বিশ্ব থেকে আলাদা।

এ ছাড়া ইএমেন ও কোমোরস - আরব দেশ গুলির মধ্যে এই দুটি দেশ নিজেদের বাঁচিয়ে রেখেছে এখনো। এই দেশ গুলিতে বেশি বিদেশি আসে না। এই রকমই তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, লেসথা, দক্ষিণ সুদান, সাও তোমের মতো দেশ এখন ও নিজেদের করোনা থেকে বাঁচিয়ে রেখেছে। সলোমন আইসল্যান্ড, কিরিবাটি, কেমোরস, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেসিয়া, নাইরু, টাঙ্গা, ভানুয়াতু, টুভালু এই দেশ গুলি নিজেদের এখনো অবদি নিজেদের রক্ষা করতে পেরেছে।
ভারত এখন সংকটে আছে।ভারত কে সংকট মুক্ত করতে গেলে আমাদের প্রশাসন কে মেনে চলতে হবে। লক ডাউন কে সফল করতেই হবে।