ড্রপলেট বা মুখের লালারসের থেকে সংক্রমণ রুখতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এবার লালারস সৃষ্টিকারী গুটখা, পানমশলা, খৈনি এবং জর্দার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নবান্নের সাথে সাথে অন্যান্য সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে এবিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।

    করোনা মোকাবিলায় দেশের সর্বত্র এখন মহামারী আইন ছাড়াও প্রতিটি রাজ্যের হাতে ভারতীয় দণ্ডবিধি ও ফৌজদারি সংক্রান্ত পর্যাপ্ত ক্ষমতা আছে। এই অবস্থায় গুটখা, পানমশলা, খৈনির ব্যবহার বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্যই কেন্দ্রের তরফে নির্দেশ এসেছে। কেন্দ্রের চিঠি পাওয়ার পরই বিহার, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখন্ড, নাগাল্যান্ড ও অসম সরকার গুটখা, পানমশলা, খৈনির ব্যবহার নিষিদ্ধ করতে নির্দেশিকা জারি করেছে।

    ২০১৩ সালে পশ্চিমবঙ্গে আইন করে গুটখা নিষিদ্ধ করা হলেও সেই জায়গা নেয় পানমশলা এবং এর সাথে রয়েছে খৈনিও। এইসব লালারস সৃষ্টিকারী দ্রব্য প্রায় সমস্ত দোকানে সহজলভ্য। এই অবস্থায় রাজ্য কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।