সারা বিশ্বে করোনা ভাইরাসের দাপট। আর করোনা ভাইরাসের সেই দাপটকে থামাতে বিশ্বের বেশিরভাগ জায়গায় লকডাউন চলছে। কলম্বিয়াতেও জারি রয়েছে লকডাউন। তবে, লক ডাউন উপেক্ষা করে গাছের নিচে জড়ো হলেন কয়েকশো মানুষ। গাছের উপরেই নাকি দেখা গিয়েছে ক্রুশবিদ্ধ যীশুকে। রবিবার সন্ধ্যায় অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার  শহর মাগাঙ্গিতে। এই খবর কানে আসতেই জনতার ঢল নামে গাছের নিচে। ইতিমধ্যে, গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

২৪শে মার্চ মধ্যরাত থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত লক ডাউন জারি হয়েছে কলম্বিয়ায়। কিন্তু, গাছের ওপর ক্রুশবিদ্ধ যীশুকে দেখতে ও প্রার্থনা করতে সব রকম নিয়ম- নীতি ভেঙ্গে রাস্তায় ভিড় জমালো মানুষ। করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে বিশ্বকে রক্ষার প্রার্থনা করছেন সাধারণ মানুষ। 

রদলফো জামব্রানো নামে এক সাংবাদিক এই ঘটনার ছবি তুলে প্রথম জানান। তারপর সে দেশের একাধিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবর। এই নিয়ে একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লোকজন দাবি করেছে যে তারা তাদের ঘরের বাইরে একটি গাছে যীশুর একটি ক্রুশবিদ্ধ ছবি দেখেছে। 

স্থানীয় সাংবাদিক রদলফো জামব্রানো বলেছেন, "ছবিটি ২৯ মার্চ রবিবার রাতে দেখা যায়। লোকজন মোমবাতি নিয়ে দৌড়ে সেখান যায়। ওই জায়গাটি তীর্থস্থানে পরিণত হয়েছিল। যার কারণে আশপাশের বাসিন্দারা খুব চিন্তিত হয়ে পড়ে।"

জানা গেছে, গাছটির গাছটির অদ্ভুত আকারের জন্য তার গায়ে আলো পড়ে এমন অদ্ভুত অবয়ব তৈরি হয়েছিল। মনে হচ্ছিল গাছের ডালে ‘ক্রুশবিদ্ধ যীশু’! তা দেখেই মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে। আর প্রার্থনা করছে।

 এই দৃশ্য দেখতেই রবিবার ছুটে গিয়েছিলেন শহরের মানুষ।