করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশ জুড়েভ লক ডাউন চলছে। এর জেরে চাপে পড়ে গেছে সমাজের এক শ্রেণির মানুষ। আর তাঁর রেশ কিছুটা হলেও পড়েছে পশু- পাখিদের ওপর! এমনি একটা ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ছত্তিশগড়ের একটি মন্দিরে ডাস্টবিনে খাবার খুঁজছে একটি ক্ষুধার্ত শ্লথ ভাল্লুক, কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে অন্য একটি ভাল্লুক। 

ভাল্লুকের ফুটেজটি টুইটারে শেয়ার করেছিলেন মধ্যপ্রদেশের বন বিভাগের আধিকারিক অর্পিত মিশ্র, তিনি ব্যাখ্যা করেন যে, মন্দিরে আগত ভক্তরা তাদের যে খাবার বা প্রসাদ দেয় এরা তার উপরই নির্ভরশীল। লকডাউনের ফলে সমস্ত ধর্মীয় স্থান বন্ধ এবং কোনও জনসমাবেশও নিষিদ্ধ। ফলত ভাল্লুকগুলির খাবার নেই কোনও। কিছু খাবারের সন্ধানেই ডাস্টবিন খুঁজতে বাধ্য হচ্ছে ওরা।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে এই ভিডিও পোস্ট করার সময় অর্পিত মিশ্র লেখেন, “মন্দিরগুলি বন্ধ হয়ে যাওয়ায়, ভক্তদের দেওয়া খাবার এবং প্রসাদের উপর নির্ভরশীল শ্লথ ভাল্লুক এখন রেগে গিয়েছে, এবং মন্দিরের আশেপাশে ডাস্টবিনে খাবার সন্ধান করছে।”