Latest News

6/recent/ticker-posts

Ad Code

হরিণের পিঠে ঘুরছে বানর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল


আমরা শুনেই থাকি, মানুষ মানুষের জন্য। শুধু তাই নয় এবার বলতে হবে জীব জীবের জন্য। হ্যাঁ, এমনি একটি মজাদার ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক বানরকে দেখা গিয়েছে একটি হরিণের পিঠে চড়ে ঘুরে বেড়াতে! 

ভিডিওতে দেখা যাচ্ছে, একদল বানর রাস্তার ধারে বসে রয়েছে। অলস প্রকৃতির এক বানর কিছুটা দূরে বসে রয়েছে। তখনই তার পাশে হাঁটতে হাঁটতে আসে এক হরিণ। তাকে দেখেই বানরটি উঠে পড়ে হরিণটির পিঠে। সে দিব্যি বসে রয়েছে হরিণটির পিঠে। এমনকী, হরিণটি ঘাস খাওয়ার জন্য খানিক দাঁড়ালেও সে পিঠেই বসে থাকছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হয়তো সারা দিনের ঘোরাঘুরিতে ক্লান্তি। কিংবা এমনিই তার হাঁটতে ইচ্ছে করছিল না। যে কোনও কারণেই হোক বানরটি উঠে বসেছিল হরিণের পিঠে। ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।

Ad Code