কোভিড -১৯ মহামারীর আশঙ্কা বাড়ার সাথে সাথে ভারতে চলতে থাকা লকডাউনে প্রতিদিনের মজুরিতে বেঁচে থাকা বিশাল সংখ্যক পরিবারের জীবিকা নির্বাহ স্তব্ধ হয়েছে। 

এই জাতীয় পরিবারগুলিকে খাদ্য সহায়তা সরবরাহ করার জন্য Zomato ভারত ব্যাপী ‘ডেইলি ওয়েজারকে ফিড’ প্রকল্প শুরু করেছে। 

দিল্লী ,গুরগাঁও এর পর কলকতায় এই কর্মকান্ডের সূচনা হলো কলকাতা পুরসভার ১০নম্বর ওয়ার্ডের হাতিবাগান অঞ্চলে। 

সামাজিক সংস্থা we are the common people এর সাথে যৌথ ভাবে ওই অঞ্চলের কর্মসূচিটি পালিত হয়। Zomato এর তরফ থেকে প্রীতেশ খান্ডুয়ি এবং হর্ষিত ঝুনঝুনওয়ালা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিষয় টি পরিচালনার দায়িত্বে ছিলেন Zomato এর পদাধিকারী নেহা জয়সোয়াল।