উত্তরের গুণী সুজন ছড়াকার স্বপন দেবনাথ 
শুভাশিস দাশ 


ছড়া লেখা খুব একটা বোধহয় সহজ কাজ নয় । উত্তরের সাহিত্য অঙ্গনে যে কজন ছড়াকার আছেন স্বপন দেবনাথ তাঁদের একজন । দিনহাটার ভেটাগুড়িতে বসে সেই কবে থেকে ছড়া লিখে চলেছেন তিনি । 
শিশু কিশোর উপযোগী ছড়ার সংখ্যা কত তিনি নিজেও বলতে পারবেন না । 
উত্তরের শুধু নয় এই বাংলায় প্রকাশিত ছোট বড় মাঝারি সব পত্রপত্রিকায় তিনি লিখে চলেছেন । প্রচার বিমুখ এই কবি ছড়াকার ছোট বেলা থেকেই ছড়া লেখার প্রতি একটা ঝোঁক ছিল । 
শুধু ছোটদের নয় বড়দের জন্যও তাঁর ছড়া পাঠক মহলে বেশ সমাদৃত । পুরস্কারের কথায় তিনি বলেন ' মানুষ আমার ছড়া পাঠ করেন ' এটাই বড় পুরস্কার । 
স্বপন দেবনাথ তাঁর কলমে তুলে আনুক নতুন নতুন ছন্দের ছড়া এই কামনা রইলো আমাদেরও ।