করোনা সংক্রমনের জেরে লক ডাউন চললেও মানুষের জন‍্য প্রান দান করা মানুষদের ভোলেনি SUCI । ২১শে জুলাই ১৯৫১ সালে খাদ‍্য আন্দোলনের জন‍্য শহীদদের কথা এখোনো মনে রেখেছেন তারা। 

এদিন, ১৯৫১ সালের ঐতিহাসিক খাদ‍্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধার্ঘ অর্পন করলো SUCI । কোচবিহার সাগরদিঘি সংলগ্ন শহীদবেদীতে মাল‍্যদান করে শ্রদ্ধা অর্পন করা হয়। মাল‍্যদান করেন SUCI দলের কোচবিহার লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র। করোনা মোকাবিলায় বড় অস্ত্র সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব মেনেই কর্মসূচী পালন করেন তাঁরা। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সম্পাদক নেপাল মিত্র, আসিফ আলমসহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ। 

দলের পক্ষ থেকে লকডাউনের সময় সরকারকে সমাজের দুঃস্থ অসহায় মানুষদের খাদ‍্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়ার দাবি তোলে।