করোনার থাবায় গোটা বিশ্ব। ভারতেও দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে গোয়া ও অরুণাচলের মুখ্যমন্ত্রী রাজ্যকে করোনা মুক্ত বলে ঘোষণা করেই দিয়েছেন। এদিন তৃতীয় রাজ্য হিসেবে ত্রিপুরাও করোনা মুক্ত ঘোষণা করল। 

এদিন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও একই ঘোষণা করলেন। রাজ্যকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করলেন তিনি। তারপরেও, সামাজিক দূরত্ব ও সরকারী নির্দেশ মেনে চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সাথে সাথে বাড়িতে থাকার পরামর্শও দেন।

সাথে সাথে মুখ্যমন্ত্রী ডাক্তার, স্বাস্থ্যকর্মীসহ করোনা যুদ্ধে সামিল সকল যোদ্ধাদের ধন্যবাদ জানান। 

পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিপুরা বাসী লক ডাউন মেনেছে, সমস্ত নিয়ম কানুন মেনেছে তাই ত্রিপুরা করোনা মুক্ত। তাই ত্রিপুরারবাসীকে অসংখ্য খুশি। প্রধানমন্ত্রীর দিশায় করোনা মুক্ত আজ ত্রিপুরা। তবে প্রথমবার আমরা জিতলেও এটাই শেষ জিত নয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে ৩রা মে পর্যন্ত লক ডাউন চলবে বলে জানান তিনি।