প্রকাশিত হল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখা ও আঁকায় সমৃদ্ধ ই-পত্রিকা 'উন্মেষ'। পত্রিকায় পশমিবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় ৮০০ জন ছাত্রছাত্রীদের নিজেদের লেখা কবিতা,গল্প, প্রবন্ধ এবং অঙ্কন ও ফটোগ্রাফ রয়েছে।
পত্রিকাটি বিশাল আকারের হওয়ায় উদ্যোক্তারা চারটি খন্ডে পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছেন। যার প্রথম খণ্ডটি প্রকাশ পায় ১৫ ই এপ্রিল। এর পরের সংখ্যা গুলি যথাক্রমে ৩০শে এপ্রিল,১৫ই মে এবং ৩০ শে মে প্রকাশিত হবে। ইতিমধ্যে পত্রিকাটি পাঠক সমাজে বিপুল সাড়া ফেলেছে বলে জানা যাচ্ছে।
পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বজিৎ রায় অপূর্ব মণ্ডল,শাহরিয়ার আলম, স্বাগতা মণ্ডল, অয়ন বর্মন, সুমন দাস প্রমুখ জানান বিশ্ব মহামারী করোনার প্রকোপে দেশজুড়ে এই লক ডাউনের সময় মানুষের মনে সাহিত্য ও সংস্কৃতির স্পর্শ পৌঁছে দিতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস 'উন্মেষ'।
download link: click
Social Plugin