করোনা সংক্রমণের জের দেশজুড়ে চলছে লক ডাউন। ধুঁকছে অর্থনীতি। কঠিন এই পরিস্থিতিতে সবথেকে বড় সিদ্ধান্ত নিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক রাষ্ট্রায়ত্ব ব্যাংক এসবিআই। এসবিআই এটিএম লেনদেন বাবদ আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত কোনও চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এসবিআই গ্রাহকেরা এটিএম থেকে মোট ৮ টি করে লেনদেনের সুবিধা পেয়ে থাকে। যার মধ্যে এসবিআই এটিএম থেকে ৫ টি এবং অন্যান্য এটিএম থেকে ৩ টি করে লেনদেনের সুযোগ গ্রাহকেরা পেয়ে থাকে। তার বেশি লেনদেন করতে হলেই এটিএম চার্জ কাঁটা হয়ে থাকে গ্রাহকদের থেকে। 

তবে গত মাসেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাংকগুলিকে চার্জ না কাটার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু এই নয়া বিজ্ঞপ্তি জারি করে ৩০শে জুন পর্যন্ত কোন চার্জ কাটা হবে না বলেই জানিয়েছে এসবিআই। যার ফলে লক ডাউনের মধ্যে গ্রাহকদের সুবিধা হবে। লক ডাউনে সাধারন মানুষ যাতে সমস্যায় না পরে তাই এই সিদ্ধান্ত। সাথে সাথে এসবিআই- এর তরফ থেকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। এটিএম- এ টাকা তুলতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছে এসবিআই।