দেশের সঙ্কটকালীন পরিস্থিতিতে অন্যান্য জরুরী পরিষেবার সাথে যুক্ত মানুষদের সাথে আমরাও আছি'- এই বার্তা নিয়ে আজ দিনহাটা মহকুমা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করলো নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র। মাধ্যমিক-২০১২ এবং উচ্চমাধ্যমিক-২০১৪ ব্যাচের ৯ জন বন্ধু মিলে আলোচনা করে আজ দিনহাটা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করল। রক্তদাতারা হলেন কল্যাণ বর্মন, অনুপম মোদক, সম্রাট বর্মন, অমিত আর্য্য, সঞ্জীব বল, তাপস অধিকারী, প্রসেনজিত পাল, স্বপন বর্মন এবং দীপঙ্কর অধিকারী। খবর সংগ্রহ করতে গিয়ে রক্ত দান করলেন আমাদের নিজস্ব সাংবাদিক শ্রী অনুপম মোদকও।

রক্তদাতাদের তরফে জানানো হয়েছে, করোনার আবহে গোটা বিশ্বের সাথে সাথে দেশও এই মুহূর্তে সঙ্কটে রয়েছে। তার ওপর হাসপাতালগুলিতে এমনিতেই রক্তের অভাব থাকে। অনেকসময় মুমূর্ষ রোগীর জন্য প্রয়োজনমতো রক্তের যোগান দিতে না পারায় রোগীর পরিবারের লোককে সমস্যায় পড়তে হয়। এসব ভেবেই আমাদের এই রক্তদানের সিদ্ধান্ত।

দিনহাটা মহকুমা হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের তরফে এই মহৎ উদ্যোগের প্রশংসা করে এই যুবকদের ধন্যবাদ জানিয়েছে।