ছেলের জন্মদিনে চা- বাগানে ত্রাণ দিলেন এক দম্পতি
SER-10,ময়নাগুড়ি,১৩ এপ্রিল : ছেলের জন্মদিন পালনের টাকা দিয়ে রূগ্ন চা- বাগানে ত্রাণ দিলেন এক দম্পতি।
প্রতি বছর ঘটা করে নিজের বাড়িতে একমাত্র ছেলের জন্মদিন পালন করতেন তারা। খরচ হতো অনেক টাকা। কিন্তু এ বছর আর বাড়িতে পালন করা হলো না ছেলের জন্মদিন। এবছর ছেলের জন্মদিন পালনের খরচের টাকা দিয়ে রুগ্ন চা বাগানের শ্রমিকদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলেন এক দম্পত্তি।
এই অভিনব উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি জেলার মায়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ীর দম্পত্তি জীবন কুমার রায় ও দীপ্তি রায়। পেশায় জীবন কুমার রায় ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ও দীপ্তি রায় মায়নাগুড়ি ব্লকের জাবরামালি উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী। একমাত্র ছেলে বারিদ রায়ের বয়স ৪।
এদিন ছেলের চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে কিলকোট চা বাগানের প্রায় ১৫০ জন শ্রমিককে চাল, ডাল, সোয়াবিন, নুন, সাবান, বিস্কুট, আলু, বাঁধাকবি, টোমাটো, বেগুন ইত্যাদি তুলে দেয়।
এতে সাহায্য করে ময়নাগুড়ি ব্লকের একটি স্বেচ্ছাসেবি সংগঠন প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন। প্রয়াসের হাত দিয়ে সবজি দেওয়া হয়। দীপ্তি দেবী বলেন, করোনার জন্য দেশে লকডাউন চলছে। চাবাগানের শ্রমিকদের সমস্যা হচ্ছে। প্রতি বছর ছেলের জন্মদিন বাড়িতে পালন করি তাতে খরচ হয়। কিন্তু লকডাউনে যাতে রুগ্ন চা বাগানের শ্রমিকদের সামান্য সাহায্য করতে পারি তার জন্যই এই উদ্যোগ। এই মুহূর্তে সামাজের বিভিন্ন স্তরের জনগণকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি।
Social Plugin