দিনহাটার প্রাণকেন্দ্র সংহতি ময়দানে সন্ধ্যায় আড্ডা দেওয়া একদল ছেলের মিলিত উদ্যোগে তৈরি হয়েছিলো "হলের মাঠের আড্ডা' নামের একটি গ্রুপ। গাছ লাগানো থেকে শুরু করে একাধিক সমাজ সেবা মূলক কাজ এযাবৎ করেছে বলেও ক্লাব সূত্রে জানা গেছে। গতকাল থেকে তারা লকডাউনে আটকে পরা সাধারণ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।  



গ্রুপের এক সদস্য  জানিয়েছেন- গত কাল ও আজ ২ দিন মিলে তারা মোট ৩৫০ টি পরিবারের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী ও সাবান, মাস্ক ইত্যাদি সংস্হার পক্ষ থেকে তুলে দেয়। 

আগামী দিনেও তাদের এই রকম আরও কর্মসূচি আছে বলে জানানো হয়েছে সংস্হার পক্ষ থেকে। 

গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে   -"এটা আমাদের বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকা আড্ডার জায়গা। শুধু ত্রাণ না আমরা বৃক্ষ রোপণ থেকে শুরু করে নানান রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি।"