অরবিন্দ শর্মাঃ
মহকুমাশাসকের উদ্যোগে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে দিনহাটার গৃহহীন, পরিযায়ী শ্রমিক, ভিক্ষুকদের জন্য কমিউনিটি কিচেন খোলা হয়েছে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই। জানাগেছে প্রতিদিন প্রায় আড়াই হাজার জনের এখানে দুবেলার আহারের ব্যবস্থা করা হয়।
আজ মহকুমা শাসকের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক- অমিয়ভূষণ পুরষ্কার প্রাপ্ত ঔপন্যাসিক উজ্জ্বল আচার্য।
সাধারন মানুষের জন্য নিরবে কাজ করে চলা চিকিৎসকবাবু জানান- "আজ মহকুমা শাসকের এই কর্মসূচিতে দু'কুইন্টাল চাল এবং এক বস্তা আলু প্রদান করলাম। আমার সাথে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র সিংহ ও মৃনাল রায়।"
বিস্তারিত ভিডিওতে-
সাধারন মানুষের জন্য নিরবে কাজ করে চলা চিকিৎসকবাবু জানান- "আজ মহকুমা শাসকের এই কর্মসূচিতে দু'কুইন্টাল চাল এবং এক বস্তা আলু প্রদান করলাম। আমার সাথে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র সিংহ ও মৃনাল রায়।"
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin