গ্রীষ্মের শুরুতেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। প্রাক বর্ষা মরশুম শুরু হতে না হতেই সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম 'আম্ফান'। এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড।
বঙ্গোপসাগরে এপ্রিল মাসের এই সময় থেকেই ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমশ বাড়তে থাকে, যা বর্ষার আগে পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ প্রাক বর্ষার ঘূর্ণিঝড়ের মরশুম বলতে এপ্রিল মাসের এই সময় থেকে বর্ষা আসার আগে পর্যন্ত। প্রত্যেক বছরই প্রায় কমবেশি এই সময় একটি বা দুটি করে নিম্নচাপ বঙ্গোপসাগরে লক্ষ্য করা যায় যা শক্তি বৃদ্ধি করে খুব সহজেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর সব থেকে বড় উদাহরণ হল গত বছরের এপ্রিল মাসে সংঘটিত ঘূর্ণিঝড় ফণী।
বঙ্গোপসাগরে এপ্রিল মাসের এই সময় থেকেই ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমশ বাড়তে থাকে, যা বর্ষার আগে পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ প্রাক বর্ষার ঘূর্ণিঝড়ের মরশুম বলতে এপ্রিল মাসের এই সময় থেকে বর্ষা আসার আগে পর্যন্ত। প্রত্যেক বছরই প্রায় কমবেশি এই সময় একটি বা দুটি করে নিম্নচাপ বঙ্গোপসাগরে লক্ষ্য করা যায় যা শক্তি বৃদ্ধি করে খুব সহজেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর সব থেকে বড় উদাহরণ হল গত বছরের এপ্রিল মাসে সংঘটিত ঘূর্ণিঝড় ফণী।
বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তিশালী বলে জানা যাচ্ছে। এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথমে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। তবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে ওই আম্ফান তা এখনও স্পষ্ট নয়। সাগরে থিতু হলে স্পষ্ট হবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বা কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়।
তবে শীঘ্রই বঙ্গোপসাগরে এই মরসুমের প্রথম সাইক্লোন তৈরি হতে চলেছে। এর জেরে ২৭ এপ্রিল আন্দামান সাগরের উপর এই ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরদিন ২৮ এপ্রিল একই অঞ্চলে থেকে তা শক্তি সঞ্চয় করবে। ২৯ এপ্রিল ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ৩০ এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হয়ে সমুদ্রের উপর দিয়ে বইতে শুরু করবে।
#Amphan🌀🌀 ALERT likely to Andaman & Nicobar Islands...— Covid Zone (@imd_zone) April 24, 2020
Possible on Apr 29 to May 2
Expected Top Wind 120km/h
Expected Top Gusts 155km/h
Estimated Rainfall <300mm
Social Plugin