করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লক ডাউন। কেন্দ্র সরকারের তরফে একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। দেশকে রেড, অরেঞ্জ ও সবুজ তিনটি জোনে ভাগ করে করোনা যুদ্ধে জয়লাভের প্রচেষ্টায় ভারত। এমনকি মাস্ক পরে বাইরে বেরোনো বাধ্যতামূলকও করা হয়েছে। এমন পরিস্থিতিতে অভিনব সচেতন বার্তা প্রচার ক্রিকেট খেলোয়াড়দের। লক ডাউনের জেরে বন্ধ সমস্ত ইভেন্ট তাই ঘরে বসেই দেশের সেবায় নিয়োজিত হয়েছেন তাঁরা। কোহলি, রোহিত, শচীন, সৌরভ, রাহুল, হরমনপ্রীত, মিতালি রাজ, হরভরজ সিং- কে নেই এই ভিডিও সচেতন বার্তায়। টিম ইন্ডিয়ার এখন নতুন নাম টিম মাস্ক ফোর্স। আপনিও পারেন অংশগ্রহণ করতে। এই মাস্ক ফোর্সে যোগ দিতে গেলে আপনাকেও বাড়িতে বানিয়ে ফেলতে হবে পছন্দসই মাস্ক।
একটি ভিডিওর মাধ্যমে সে বার্তাই পৌঁছে দিয়েছেন মাস্টার ব্লাস্টাররা। নিজেদের বাড়িতে থেকেই নিজেদের পছন্দে মাস্ক পরে ভিডিও করে বুঝিয়ে দিয়েছেন, বাড়িতেই এটি তৈরি করে নেওয়া খুবই সহজ। আর যদি একান্তই কঠিন মনে হয়, তাহলে দ্রুত আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে জেনে নিন। যেখানে মাস্ক তৈরির প্রক্রিয়া সুন্দরভাবে বোঝানো আছে।
প্রত্যেকের মাস্কেরই বিশেষত্ব রয়েছে। সৌরভের মাস্কে লেখা, 'দাদা'। শচীন পরেছেন ১০ নম্বরের মাস্ক। কোহলির মাস্কে লেখা V। রাহুল দ্রাবিড়ের মাস্কটি দেখতে দেওয়ালের মতো। আর, মিতালি রাজ জানিয়ে দিলেন, এই মাস্ক কাপড়ের হওয়ায় বেশ নরম। প্রয়োজন মতো ধুয়েও নেওয়া যাবে। মাস্ক পরার সঙ্গে শচীন আবার ভালভাবে হাত ধোয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন ভিডিওতে।
#TeamIndia is now #TeamMaskForce!— BCCI (@BCCI) April 18, 2020
Join #IndiaFightsCorona and download @mygovindia's @SetuAarogya mobile application 📱@PMOIndia @narendramodi 🇮🇳 pic.twitter.com/M06okJhegt
Social Plugin