Latest News

6/recent/ticker-posts

Ad Code

দমকল বাহিনীর সহযোগিতায় সেনিটাইজ করা হলো বিভিন্ন জায়গা


দমকল বাহিনীর সহযোগিতায় সেনিটাইজ করা হলো বিভিন্ন জায়গা

আজকে আরো একবার দমকল বাহিনীর সহযোগিতায় সেনিটাইজ করা হলো রামগঞ্জ হাসপাতাল ও পুলিস ফাঁড়ি সহ রামগঞ্জের বিভিন্ন জায়গা , যানবাহন , বাইক, দোকান ও রাস্তা ঘাট ।

জনবহুল এলাকা গুলিতে একবার স্যানিটাইজড করলেই হয় না বরং ধারাবাহিকভাবে বারবার তা করা উচিত। আর তাই এই বিষয়টিকে সামনে রেখেই রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি ইসলামপুর দমকল কেন্দ্রের সহযোগিতায় আজ  শনিবার পুলিশ ফাঁড়ি ও স্বাস্থ্য কেন্দ্র স্যানিটাইজড করলো।

সংস্থার সহ সম্পাদক খইবুল আলম জানান, "বেশ কিছুদিন আগেও তারা সেনিটাইজ  করেছিলেন। যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে আবার করতে হল এবং আগামীতেও এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন।" অন্যদিকে “বাড়িতে থাকলে সুস্থ থাকবেন” এই বার্তাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে স্থানীয় চলাচলের রাস্তায় বিভিন্ন রকমের রং দিয়ে ছবি এঁকে ও লিখে মানুষকে অভিনবভাবে সচেতন করে এদিন।

ওই সমাজকল্যাণমূলক সংস্থা কখনো বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ধারাবাহিকভাবে দুঃস্থ মানুষদের একদিকে যেমন বিভিন্ন খাবার সামগ্রী তুলে দিচ্ছেন তেমনি স্যানিটাইজড করছেন এলাকা। আবার কখনোবা পুলিশ কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন সহযোগিতার জন্য।

Ad Code