করোনা সংক্রমণের জেরে সারা রাজ্যে চলছে লক ডাউন। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যে ৪টি জেলা কে রেড জোনে ও ৮টি জেলাকে অরেঞ্জ জোনে রেখেছে। এরকম পরিস্থিতিতেও রাজ্য সরকারের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠছে করোনা নিয়ে তথ্য লুকানোর। এবার করোনা ইস্যুতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুললেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

সুজন চক্রবর্তীর অভিযোগ, রাজ্যে করোনায় প্রকৃত কতজন আক্রান্ত হচ্ছেন বা করোনায় কত মৃত্যু হচ্ছে তা রাজ্যের দেওয়া তথ্যে স্পষ্ট হচ্ছে না। পাশাপাশি প্রয়োজনের তুলনায় রাজ্যে অনেক কম করোনা পরীক্ষা হচ্ছে বলেও অভিযোগ ওই বাম নেতার। নাইসেডের দেওয়া তথ্য টেনে করোনা পরীক্ষা কম হচ্ছে বলে অভিযোগ সুজন চক্রবর্তীর। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি টুইট করে কটাক্ষ করেন। 

টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে সুজন চক্রবর্তী লেখেন, 'শুধু লকডাউন না, সঙ্গে টেস্ট, টেস্ট আর টেস্ট।'

টুইটে তিনি আরও লেখেন, 'আমাদের দেশে টেস্ট কম। সবচেয়ে কম আমাদের রাজ্যে, কেন? নাইসেডের তথ্যে স্পষ্ট, সরকার পরীক্ষা করাতে চায় না। কেন? গোপন করে আত্মপ্রসাদ লাভ? আখেরে মানুষের বিপদ। তথ্যবিকৃতি না মানসিক বৈকল্য? সর্বনাশ শিয়রে - মাননীয়া।'