Latest News

6/recent/ticker-posts

Ad Code

RBI-এর পদক্ষেপের ফলে ঋণ সরবরাহে উন্নতি হবে, কৃষক ও দরিদ্ররা সাহায্য পাবে: প্রধানমন্ত্রী


শুক্রবার সাংবাদিক বৈঠকে রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট। পাশাপাশি আরবিআই ৫০,০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য।     

শক্তিকান্ত দাস বলেন, ‘‘মহামারির প্রকোপের সময় সামান্য কাজকর্ম সুনিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষুদ্র-মাঝারি শিল্পের জিডিপি বৃদ্ধির অনুমান ১.৯ শতাংশ। যা জি২০ দেশগুলির মধ্যে সর্বাধিক।'' 

করোনার ভয়াবহ মহামারিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানালেন, ‘‘আরবিআইয়ের এদিনের ঘোষণায় নগদের জোগান ও ঋণ সরবারহের ক্ষেত্রে উন্নতি হবে। এই পদক্ষেপের ফলে ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র-মাঝারি শিল্প, কৃষক ও দরিদ্রদের সহায়তা পাবেন।''

Ad Code