আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান-
১।পাঁচ জনের বেশি বাজারে একসাথে দাড়াবেন না।
২। মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া হবে না।
৩। হাওড়া রেড স্টারে পরিনত হয়েছে- খুব দ্রুত গ্রিনে ফিরিয়ে আনতে হবে।
৪। উত্তর চব্বিশ পরগনায় ডেঙ্গুর শুরু হয়- করোনার ক্ষেত্রেও তাই- এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান আগামী ১৪ দিনের মধ্যে অরেঞ্জ জোনে ফিরিয়ে আনতে হবে।
৫। "যার যত পেয়ারের লোক হোক, কোনভাবেই ছাড় দেওয়া যাবে না।"
৬। ৫ হাজার গ্রীন পুলিশ উত্তর চব্বিশ পরগনায় কি করছে ?
৭। বেঙ্গল ভালো কাজ করলেও কিছু কমরেড বিভিন্ন বাহিনী শুধু পরামর্শ দিয়ে যায়- জ্ঞান দিয়ে যায়।
বিস্তারিত আসছে...
Social Plugin