২২শে এপ্রিল বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার রূপকার লেনিনের ১৫০তম জন্মদিবস। SUCI(C)-এর পক্ষ থেকে কোচবিহার জেলা কার্যালয়ে এই দিনটিকে পালন করা হয়।
রক্ত পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, রচনা পাঠ ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের কর্মসূচি পালন করা হয়।
এদিন, রক্ত পতাকা উত্তোলন ও মহান লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন এসইউসিআই(কমিউনিস্ট) কোচবিহার জেলা কমিটির সম্পাদক শিশির সরকার।
করোনা সংক্রমনের জেরে সারা দেশে লক ডাউন চশলেও এদিনটিকে ভোলেননি SUCI (C) । WHO এর নিয়মে সরকারের বিধি-নিষেধ মেনেই মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের কর্মসূচী পালন করা হয়।
Social Plugin