দিনহাটা: সারা বিশ্ব করোনা আতঙ্কে সারা পৃথিবী আজ গৃহবন্দী। সেই অবস্থাতেই কিডজির খুদেরা পালন করল 'বসুন্ধরা দিবস'। চারাগাছ লাগানো, গাছে জল প্রদান-ইত্যাদি কর্মসূচির মাধ্যমে পৃথিবীকে ধন্যবাদ জানায় কিডজি দিনহাটার পড়ুয়ারা। 

ধরণী মাতাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর 22 অক্টোবর বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয়। পৃথিবী জুড়ে চারাগাছ লাগানো, পরিবেশ পরিচ্ছন্নতা ইত্যাদির মাধ্যমে পালিত হয় এই দিনটি। কিডজি দিনহাটা কর্তৃপক্ষ জানান, শিশুরা তাদের নিজেদের বাড়ির নিরাপদ আশ্রয়ে থেকেই পৃথিবীর প্রতি সম্মান জানিয়েছে। 

ওরা গাছ লাগিয়েছে, গাছে জল দিয়েছে। সাথে সাথে বর্জ্র পদার্থকে কাজে লাগিয়ে ব্যবহারের উপযোগী জিনিস বানাবার চেষ্টা করেছে। কিডজির পক্ষ থেকে, পড়ুয়াদের বিদ্যুৎ ও জলের অপচয় সম্পর্কে সচেতন করা হয়েছে। 


সবকিছুর উদ্যেশ্য দূষণের পরিমান কমিয়ে পৃথিবীকে নির্মল করা। খুদেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দিনহাটার সুশীল সমাজের প্রতিনিধিরা।