Latest News

6/recent/ticker-posts

Ad Code

লেলিনের দেড়শ তম জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে


লেলিনের দেড়শ তম জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে

মৃগাঙ্ক সরকার, দিনহাটা: আজ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা এবং শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়ার সার্থক রূপকার কমরেড লেনিনের দেড়শ তম জন্ম দিবস;সেই উপলক্ষে দেশ বিদেশের জনগন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। 

 আজ  এসইউসিআই (কমিউনিস্ট)দিনহাটা লোকাল কমিটির পক্ষে  দলীয় অফিসের সামনে স্বাস্থ্য বিধি মেনে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। মহান লেনিনের জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ভারতবর্ষেও শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নেয় দলের কর্মীবৃন্দরা। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি) র দিনহাটা লোকাল কমিটির সম্পাদক কমরেড প্রদীপ রায়, আজিজুল হক দিলীপ চক্রবর্তী ও দলীয় অন্যান্য সদস্যবৃন্দ ।

Ad Code