সারা দেশ লক ডাউনে। চলছে করোনার থাবা। যদিও লক ডাউন কিছুটা শিথিল করা হয়েছে। এরই মাঝে সারা রাজ্যের এস ইউ সি আই (সি) কমিউনিস্ট দলের পক্ষ থেকে যে 'দাবি দিবসে'র ডাক দেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসেবে এদিন কোচবিহার 1 নং ও 2 নং ব্লকের বিডিও অফিসে এবং কোচবিহার সদর মহকুমা শাসকের নিকট একটি করে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে নয় দফা দাবির ভিত্তিতে দেওয়া হয়। কোচবিহার সদর মহকুমায় এস ইউ সি আই (সি) কমিউনিস্ট কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নেপাল মিত্র এবং 1 নং 2 নং ব্লকে যথাক্রমে কমরেড মানিক সরকার এবং কমরেড অনিল রায় এর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয় । এই 7 দফা দাবি প্রদান করা হয়।
দাবিগুলোর মধ্যে অন্যতম চার দফা দাবি হলো-
১।রেশনিং ব্যবস্থার মাধ্যমে সমস্ত শ্রমজীবী মানুষকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দ্রব্য সরবরাহ করতে হবে।
২।বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সর্তকতা অবলম্বন করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আটকে থাকা এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তাদের পরিবারগুলি চিহ্নিত করে উপযুক্ত সাহায্য দিতে হবে ।
৩।চা বাগানের শ্রমিক সহ সমস্ত শ্রমিক কে লকডাউনের সময় পূর্ণ বেতন দেওয়ার শুধু ঘোষণা নয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪।চাষির যাতে মাঠে সবজি নষ্ট করতে বা অতি অল্প দামে বিক্রি করতে বাধ্য না হয় তার জন্য সবজি পরিবহনের ব্যবস্থা সরকারকে নিতে হবে।
ইত্যাদি দাবি গুলো সহ স্মারক লিপি প্রদান করেছে এসইউসিআই (সি) কমিউনিস্ট।
Social Plugin