করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লক ডাউন। লক ডাউনে রাস্তায় প্রশাসন ও জরুরী পরিষেবা ছাড়া কারও দেখা নেই। এর মাঝেই হয়ে গেল বিপত্তি। কাজে যোগ দিতে যাওয়ার পথে পুলিশি হেনস্তার শিকার হলেন নার্স! চড় খেতে হল পুলিশের! হ্যাঁ এমনি অভিযোগ উঠেছে হুগলির চন্দনগরে।
সন্ধ্যাবেলা চন্দননগরের ফটকগোড়া এলাকায় পুলিশকর্মীর টহল দারির সময় নিজের স্কুটি নিয়ে হাসপাতালে কাজে যোগ দিতে যাচ্ছিলেন নার্স। কর্তব্যরত পুলিশকর্মী তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কি কারণে কোন কাজে হাসপাতালে যাচ্ছেন। কিন্তু রক্ষে হয়নি, শুরু হয় বচসা। এক মহিলা কনস্টেবল ওই তরুণীকে চড়ও মারেন বলে অভিযোগ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ওই নার্সকে ছেড়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, এক প্রত্যক্ষদর্শী ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কর দেন। ভাইরাল হয়ে যায় ভিডিওটি। চন্দননগর মহকুমা হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানান আক্রান্ত নার্স। সুপারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করতে নেমেছে পুলিশ।
পুলিশি 'হেনস্তা'র শিকার নার্স, স্কুটি থেকে নামিয়ে সপাটে 'চড়' মহিলা কনস্টেবলের#Lockdown #Nurse #Police #Chandannagar pic.twitter.com/v2JZdL5abb— Asianet News Bangla (@asianet_bangla) April 30, 2020
Social Plugin