Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে বিধায়ক উদয়ন গুহ


করোনা আবহের মাঝেই বুধবার সন্ধ্যায় মিনিট খানেকের ঝড়ে ক্ষতিগ্রস্থ দিনহাটার বেশ কিছু এলাকা। এদিন, নাজিরহাট, শালমারা, বলরামপুর, বাসন্তীরহাট, নিগমনগর সহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। 

নিগমনগর বাজার সংলগ্ন ছোট্ট জায়গা জুড়ে লন্ডভন্ড হয় ঘরবাড়ি। বড়ো বড়ো গাছ মুচড়ে গিয়ে উপরে পড়েছে। ভেঙেছে বাড়িঘর। অনেক বাড়ির ঘরের টিনের চাল উড়ে গিয়ে দূরদুরান্তে। অসংখ্য বাড়ির টিন এসে পার্শ্ববর্তী মোবাইল টাওয়ারে এসে আটকে ছিল। লকডাউনে সবাই বাড়িতে ছিলেন, তাই কোনো মানুষের হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকের চাষ- আবাদও। 

এদিকে, বৃহস্পতিবার সকাল বেলায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পৌঁছান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে ঘুরে দেখেন তিনি। সাথে সাথে ক্ষতিগ্রস্থদের সরকারীভাবে সাহায্য করার আশ্বাস  দেন। নামসহ ক্ষয়ক্ষতির পরিমাণ লিখে বিডিও অফিসে জমা দিতে বলেন তিনি। 

Ad Code