করোনা সংক্রমণে জেরে সারা দেশে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে বন্ধ রেল থেক বিমান সবই। ঘরবন্দি মানুষ। মাঠে এখন শুধু ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সাংবাদিক। লক ডাউনের জেরে খাদ্যের জোগান দিতে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংস্থা। এরাই এখন করোনা যুদ্ধের সৈনিক। যার মধ্যে অন্যতম পুলিশ। পুলিশের তৎপরতায় সাধারন মানুষকে লক ডাউনে ঘরবন্দি রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এবার, তাঁদের পাশে দাঁড়ালো ভারতীয় রেল।
রেলের উদ্যোগ, প্রতিদিন ১০০০০ জলের বোতল সরবরাহ করা। সম্প্রতি করোনার বিরুদ্ধে যুদ্ধে রাজপথে নেমে আসা দিল্লি পুলিশ সদস্যদের প্রতিদিন ১০০০০ জলের বোতল সরবরাহ করা শুরু হয়েছে। এখন অবধি ৫০০০০ জলের বোতল বিতরণ করা হয়েছে বলেই জানা গেছে।
উত্তপ্ত গ্রীষ্মের সাহসিকতা এবং স্থলভাগে পরিস্থিতি চেষ্টা করে এই পুলিশ সদস্যরা কেবলমাত্র প্রয়োজনীয়তা অনুসারে লকডাউন বাস্তবায়িত হয়েছে করছে সাথে সাথে চ্যালেঞ্জিং এই পরিস্থিতিতে বিভিন্ন স্থানে ডাক্তার এবং প্যারামেডিকেলদের সাথে রয়েছেন তা নিশ্চিত করার জন্য তারা চব্বিশ ঘন্টা কাজ করেছেন। তাঁদের এই পরিশ্রমে তাঁদের পাশে থাকতেই রেলের এই উদ্যোগ।
Standing by Delhi Police, Indian Railways makes arrangements to provide 10,000 water bottles, per day free of cost up to 3rd May, to Delhi Police personnel on COVID duty— Ministry of Railways (@RailMinIndia) April 21, 2020
Till now more than 50000 bottles have been distributed#IndiaFightsCoronahttps://t.co/2ct9kPixlk pic.twitter.com/sqxGMzAOa6
Social Plugin