করোনা আতঙ্কে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্বের বিভিন্ন দেশে চলছে লক ডাউন। এই মারণ ভাইরাসের সাথে যুদ্ধে জিততে সুপার হিরো এখন ডাক্তার- স্বাস্থ্যকর্মীরা। তবে, বাস্তবের এই সুপারহিরোদের সাথে সাথে দেখা মিলল স্পাইডারম্যানেরও। করোনা যুদ্ধে নিজেকে নিয়োজিত করেছেন তিনি।
তুরস্কে এখন সাধারণ মানুষের কাছে ত্রাতা এই সত্যিকারের স্পাইডারম্যান। আশেপাশে থাকা বয়স্ক মানুষদের এই রোগ থেকে বাঁচাতে তাদের ঘরে ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে স্পাইডারম্যান। এই স্পাইডারম্যানের নাম বোরাক সোয়লু। তার ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এখন।
Goodable নিজের টুইটার হ্যান্ডেলে সত্যিকারের স্পাইডারম্যানের গল্প শেয়ার করে লিখেছেন, “তুর্কির বাসিন্দা বোরাক সোয়লু স্পাইডারম্যানের মতো পোশাক পরে নিজের বিটল গাড়ি চেপে আশেপাশের পাড়াতে ঘুরে বেড়ান এবং যখনই কোনও ব্যক্তির কোনও কিছু প্রয়োজন হয় তিনি পৌঁছে যান। বিশেষ করে কোনও বয়স্ক দম্পতি, যারা এই ভাইরাসের কারণে বিশেষ ঝুঁকির মুখে রয়েছেন তাদের দুধ এবং অন্য প্রয়োজনীয় খাবার পাঠাতে স্পাইডারম্যান সোজা তাদের বাড়িতে পৌঁছে যান। এই বিষয়ে বোরাক সোয়লুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার সুপারপাওয়ার আমার প্রতিবেশীদের কাজে আসছে, এর চেয়ে বড় খুশির জিনিস আর কীই বা হতে পারে?”
In Turkey, a man named Burak Soylu has been going around dressed like Spiderman.— Goodable (@Goodable) April 17, 2020
He drives around in a Beetle, buys milk and groceries for the elderly, and delivers it to their doorsteps.
When he was asked why, he said "My superpower is doing good for the neighborhood." pic.twitter.com/KAYm3hyPyb
Social Plugin