সুরশ্রী রায় চৌধুরীঃ

আজ Earth Day। দীর্ঘ লক ডাউন এর জন্য স্তব্ধ পৃথিবী। এমতবস্থায় প্রকৃতি রানী নিজের রূপ মেলে ধরেছে গোটা বিশ্বে ।

করোনার জন্য পৃথিবীর দূষণ প্রায় ৫০% কমে যাচ্ছে। পরিবেশ আবার ৫০০ বছর আগে চলে যাচ্ছে। মাস ছ একের মধ্যে হিমবাহের গলন ও কমে যাবে। বিজ্ঞানীরা বলছে দূষণের মাত্রা কমায় বায়ু মন্ডলের ওজন স্তর ধীরে ধীরে ঠিক হচ্ছে। মানুষ এক দূষণ মুক্ত পৃথিবী পাবে।

ভারতে দিল্লির দূষণ সব থেকে বেশি সেই দিল্লি দূষণ মুক্ত। মুম্বাই র আরব সাগরে ডলফিন খেলা করছে। ওড়িশার সৈকতে কচ্ছপ রা লাখ লাখ ডিম পারছে। দিঘার  তালসারি, উদয়পুরে লাল কাঁকড়া সুমদ্র বীচ দখল করেছে। প্রকৃতির কোলে পশু পাখিরা আপন মনে খেলা করছে। 

ভাঙাচোরা অর্থনীতি , থমকে যাওয়া শিল্প সব মিলিয়ে যে হতাশা  মানুষ কে গ্রাস করছে তারই মধ্যে আমাদের দূষণ মুক্ত পৃথিবী আমাদের বাঁচার নতুন পথ দেখাচ্ছে। earth dayর হয়তো এটাই উপহার।