করোনা আবহের জেরে সারা দেশে চলছে লক ডাউন। কিন্তু, ব্যাঙ্ক, রেশনে ভিড় চলছেই অনবরত। প্রশাসনের তৎপরতায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছুক্ষন চললেও আবার সব নিয়ম-বিধি লঙ্ঘন করে সাধারন মানুষ। এই পরিস্থিতিতে প্রশাসনের তৎপরতা করোনা যুদ্ধে হু- এর নিয়ম কানুন মানতে বাধ্য করাচ্ছে সাধারন মানুষকে।
সিভিল সার্ভেন্টদের ভূয়সী প্রশংসা করে গতকাল সিভিল সার্ভিস ডে- তে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন, তাঁরই প্রমান দিলেন দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আলি। সত্যিই যে মানুষের পাশে আছেন তা প্রমান করে দিচ্ছেন তিনি বারেবারেই। এর আগেও একাধিকবার মহকুমার বিভিন্ন এলাকা ছুটে বেড়াতে দেখা গেছে মহকুমা শাসককে।
এদিন, সরজমিনে লক ডাউন ও ব্যাঙ্কিং পরিষেবা খতিয়ে দেখতে ওকরাবাড়ি ও গিতালদহ এলাকা পরিদর্শন করেন তিনি। এদিন, ওকড়াবাড়ীর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় ভিজিট করে ব্যাঙ্ক কর্তাদের সাথে কথা বলেন। এরপর, স্বেচ্ছাসেবক ও সিভিকদের সঙ্গে কথা বলেন। লক ডাউন পালন করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বার্তা দেন তিনি।
Social Plugin