সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের ওকড়াবাড়ী বাজার থেকে পঞ্চাধ্বজি যাওয়ার রাস্তার বেহাল দশা। কিছুটা পথ পাকা রাস্তা থাকলেও তারপর থেকে পাথুরে রাস্তা। সামান্য বৃষ্টিতেই সেই রাস্তায় জমে আছে জল যাতায়তে সমস্যা হচ্ছে এলাকার মানুষের। 

জানা গেছে, গত বছর পঞ্চাধ্বজির নদীতে বাঁধ দেওয়ার সময় অনবরত বড়ো গাড়ি যাতায়ত করেছিল ওই গাড়ি যাতায়তের জেরেই রাস্তায় বড়ো বড়ো গর্ত সৃষ্টি করে। মাটি দিয়ে সামান্য মেরামত করলেও বৃষ্টির জেরে আবার সেই গর্তগুলো জল জমে থাকছে। এনিয়ে হেলদোল নেই পঞ্চায়েত- প্রধানের। 

স্থানীয় বাসিন্দা আব্দুল রফিক জানান, সারা বছরেই রাস্তার এই বেহাল দশা। পঞ্চায়েত- প্রধানের এনিয়ে কোনও হেলদোল নেই। 

যাতায়তের সমস্যা হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বৃষ্টি হলেই বেহাল এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে নানান সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। হচ্ছে দুরঘটনাও। রাস্তা মেরামতের দাবি তুলছেন এলাকার বাসিন্দারা।