SER-20, ৩০ - এপ্রিল ২০২০ : কোভিড -১৯ এর করাল গ্রাসে জর্জরিত গোটা দেশ। এর সংক্রমণকে রুখতে সারা দেশে জারি হয়েছে লকডাউন। গ্রামগুলিও এর ব্যতিক্রম নয়। আর এই লক ডাউনের জেরে দিন এনে দিন খাওয়া মানুষেরা রয়েছে বেশ চাপে। 

এমত পরিস্থিতিতে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত চৌধুরীহাট অঞ্চলের প্রত্যন্ত গ্রাম গুলির অসহায় হত দরিদ্রদের পাশে দাঁড়ালো চৌধুরীহাট আপ্পু সংঘের সদস্যবৃন্দ ।

এদিনের নিত্যপ্রয়োজনীয় শুকনো খাদ্য সামগ্রী মুড়ি, দুধের প্যাকেট  ও রান্নার সামগ্রীর চাল, সর্ষে তেল, গরম মসলা, হলুদ, সয়াবিন এবং সাথে সাথে সাবান বিতরণ করা হয়। এদিন এই সামগ্রী হাতে তুলে দেওয়ার সাথে সাথে করোনা সংক্রমণে নিজেকে নিরাপদ রাখতে হু এর নির্দেশাবলীর মাধ্যমে সচেতন বার্তা দেন। ১০২ জন দুঃস্থ অসহায় মানুষের হাতে এই সামগ্রী হাতে তুলে দিতে পেরে বেশ কিছু যেমন আপ্পু সঙ্ঘের সদস্যরা তেমনিই খুশি প্রাপকরাও। 

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আপ্পু সংঘের সম্পাদক সৌরভ সরকার সহ সদস্য সন্দীপ সাহা, বিশ্বরূপ সরকার, রনি দে, সত্যম চৌধুরী, রজত কর্মকার, প্রভাকর ঝা, অচিন্ত্য রায় প্রমুখরা । 

এছাড়াও আপ্পু সংঘের পক্ষ থেকে রজত কর্মকার বলেন - " সামান্য ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আজকে, চৌধুরীহাট আপ্পু সংঘের পক্ষ থেকে চৌধুরীহাট অঞ্চলের ১০২ জন দুঃস্থ পরিবার কে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো, আমাদের এই সামান্য প্রয়াস"।