পৃথিবীজুড়ে মারণ ভাইরাস কভিড- ১৯ এর থাবা। দেশজুড়ে লকডাউনে মানুষ ঘরবন্দী। বাঁচাতে হবে নিজের এলাকার মানুষ কে, সকলে বড় অসহায়।
কৃষ্ণনগর শহরের ২২ নং ওয়ার্ডের কমিশনার অয়ন দত্ত নিজেই নিজের খরচায় এলাকার সমস্ত মানুষকে সুস্থ রাখতে ও পরিবেশ কে ভাইরাস মুক্ত করতে সমস্ত ওয়ার্ড ও রাস্তা স্যানিটাইজ করলেন।
এসডিও সদর ও নদীয়া পুলিশের অনুমতি নিয়ে হল এই স্যানিটাইজের কাজ। তিনি বলেন ওয়ার্ডের প্রতিটি মানুষকে সুস্থ রাখার দায়িত্ব আমার, তাই তারা যাতে সুস্থ থাকেন আগামীদিনে। এলাকাবাসী তার এই উদ্যোগে খুব খুশী।
Social Plugin