পৃথিবীজুড়ে মারণ ভাইরাস কভিড- ১৯ এর থাবা।  দেশজুড়ে লকডাউনে মানুষ ঘরবন্দী। বাঁচাতে হবে নিজের এলাকার মানুষ কে, সকলে বড় অসহায়। 

কৃষ্ণনগর শহরের ২২ নং ওয়ার্ডের কমিশনার   অয়ন দত্ত নিজেই নিজের খরচায় এলাকার সমস্ত মানুষকে সুস্থ রাখতে ও পরিবেশ কে ভাইরাস মুক্ত করতে সমস্ত ওয়ার্ড ও  রাস্তা স্যানিটাইজ করলেন। 

এসডিও সদর ও নদীয়া পুলিশের অনুমতি নিয়ে হল এই স্যানিটাইজের কাজ। তিনি বলেন ওয়ার্ডের প্রতিটি মানুষকে সুস্থ রাখার দায়িত্ব আমার, তাই তারা যাতে সুস্থ থাকেন আগামীদিনে। এলাকাবাসী তার এই উদ্যোগে খুব খুশী।