Latest News

6/recent/ticker-posts

Ad Code

গৃহবন্দী মানুষের পাশে দিনহাটা বোর্ডিং পাড়া বিপত্তারিণী চন্ডি বাড়ি

করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লক ডাউন চলছে। লক ডাউনের জেরে কর্মহীন মানুষ ঘরে বসেই দিন কাটছে। কিন্তু, আহার, যা জীবের জন্য অপরিহার্য। অনেকেই আগাম জোগান দিয়ে রাখলেও দিন এনে দিন খাওয়া মানুষদের দুমুঠো ভাত পাওয়া বড়োই মুশকিল হয়ে পড়ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন নিজ উদ্যোগে তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। 

আজ দিনহাটা বোর্ডিং পাড়া বিপত্তারিণী চন্ডি বাড়ির পক্ষ থেকে দিনহাটা 2 নং ওয়ার্ডের 25 টি 6 মাস থেকে 2 বছর বয়সী শিশুকে দুধের কৌটা ও বিস্কুট দেওয়া হয় । সঙ্গে ছিল গোকুল চক্রবর্তী ,গোবিন্দ চক্রবর্তী ,অমিত দেবনাথ, অজয় মণ্ডল, শ্রেয়া চক্রবর্তী, রত্না চক্রবর্তী, জীবন, রায়,মুকেশ মহত।

Ad Code